ঘরের মাঠে মুম্বই বধ করে আইপিএলের প্রথম টিম হিসেবে প্লে-অফে উঠল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে হার্দিক ব্রিগেডকে ১৮ রানে হারাল কেকেআর। অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বইকে হারাল কলকাতা।
শনিবার ইডেনে বৃষ্টির জন্য প্রায় দেড় ঘণ্টা পরে খেলা শুরু হয়। ১৬ ওভার খেলার সিদ্ধান্ত হয়। টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুটা ভাল না হলেও ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে কলকাতা। বড় রান ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল ও নীতীশ রানার।
জবাবে ব্যাট করতে নেমে বড় ইনিংস খেলেন ইশান কিষাণ।২২ বলে ৪০ রান করেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে শুরুটা ভাল করতে পারেননি রোহিত শর্মা। ইশান কিষাণকে ফেরান সুনীল নারিন। আর বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে ফেরেন রোহিত। আর সূর্যকুমার যাদবকে ফেরালেন আন্দ্রে রাসেল। তিলক ভার্মা ও নমন ধীর শেষ পর্যন্ত চেষ্টা করলেও রান তাড়া করা সম্ভব হয়নি মুম্বইয়ের। কলকাতার হয়ে ২টি করে উইকেট হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেলের। ১ উইকেট সুনীল নারিনের।