তৃতীয় জয়ের লক্ষ্যে শুক্রবার ঘরের মাঠ ইডেনে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
জানা গিয়েছে, শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে পাঁচ বিদেশি ক্রিকেটারকে মাঠে নামাতে পারে নাইট কর্তৃপক্ষ। এই ম্যাচেই ইডেনে খেলতে পারেন বাংলাদেশের ব্যাটার লিটন দাসও।
প্রথম তিনটি ম্যাচে রহমানুল্লা গুরবাজ়, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদি ও লকি ফার্গুসন, মোট পাঁচ জন বিদেশি প্ল্যেয়ারকে খেলিয়েছে কেকেআর।
দলে এখনও আরও তিন জন বিদেশি রয়েছেন। তাঁরা হলেন, ডেভিড ওয়াইজ়ে, জেসন রয় ও লিটন দাস। মনে করা হচ্ছে, হায়দরাবাদের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ব্যবহার করে শুক্রবার পাঁচ বিদেশিকে মাঠে নামাতে পারে কেকেআর।