গুয়াহাটিতে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলে এক ও দুইয়ের লড়াই। তার আগে বিহুর ছন্দে নাচলেন রিঙ্কু-শ্রেয়সরা। কামাখ্যা মন্দিরে পুজোও দিল নাইট ব্রিগেড।
রাজস্থান রয়্যালস টিমে ছন্দে রিয়ান পরাগ। তিনি অসমেরই ছেলে। ঘরের মাঠে খেলতে নামবেন তিনি। তাই গুয়াহাটির দর্শকরা আইপিএলের এই ম্যাচে রাজস্থানকেই সমর্থন করবেন। এরই মধ্যে জনসমর্থন নিজেদের দিকে টেনে নেওয়ার কাজ শুরু করে দিল নাইটরা। নাইটদের এদিন বরণ করে নেওয়া হয় অসমের বিখ্যাত 'গামোছা' দিয়ে। শ্রেয়স-রিঙ্কুরা এরপরই বিহুর ছন্দে নেচে উঠলেন। নাইটদের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। নাইটদের পক্ষ থেকে বলা হয়েছে, "ঘরের মতোই অনুভূতি। গুয়াহাটি সব সময়ই ঘরের মতো।" কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান নাইটরা। মন্দিরের সামনে দেখা যায় রিঙ্কু, অনুকূল রায়, চন্দ্রকান্ত পন্ডিত, বরুণ চক্রবর্তীদের মতো নাইট তারকাকে। দেখা যায় দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিতকেও।