সুনীল নারিনের বিধ্বংসী ইনিংস। লখনউ সুপার জায়ান্টসকে ২৩৬ রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স। ৩৯ বলে ৮১ রান করলেন নারিন। ৬ বলে ২৫ রান রমনদীপ সিংয়ের। লখনউর হয়ে ৩ উইকেট নবীন উল হকের।
রবিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক কে এল রাহুল। ফর্মে থাকা ফিল সল্টকে ফেরান নবীন উল হক। ১৪ বলে ৩২ রান করেন তিনি। কিন্তু নারিন ছন্দে ছিলেন। তাঁর ব্যাটে আসে ৬টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি। ১২ ওভারেই ১৪০ রান তুলে ফেলে কলকাতা। আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের মতো দুই ক্রিকেটারের উইকেট হারিয়ে চাপে পড়ে কেকেআর। দুটি উইকেটই তুলে নেন নবীন উল হক।
শেষ দিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার ও রমনদীপ সিংয়ের বড় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে কেকেআর। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট তুলে নেন রবি বিষ্ণোই। যশ ঠাকুর ও যুধবীর সিংও ১টি করে উইকেট পেয়েছেন।