আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কেকেআর। এই জয়ের কাণ্ডারি দলের তিন সদস্য। যাদের জন্য সহজেই এই জয় সম্ভব হল।
প্লে-অফে বিধ্বংসী স্টার্ক
২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তা নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু প্লে-অফে তাঁর পারফরম্যান্সেই এল জয়। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ট্রেভিস হেডকে বোল্ড করে ফেরান। পরে একই ওভারে এল ২ উইকেট। চার ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
অধিনায়কের ব্যাটে বড় ইনিংস
দলকে নেতৃত্ব দিলেন। ব্যাটে এল বড় রান। মাত্র ২৪ বলে ৫৮ রান করলেন তিনি। মঙ্গলবার প্লে-অফে শ্রেয়স আইয়ারের প্রশংসা সব মহলে। তাঁর বোলিং পরিবর্তন ও ম্যাচ রিডিং করার ক্ষমতারও পরিচয় দিয়েছেন। কলকাতার অধিনায়ক হিসেবে আলাদা পর্যায়ে নিজেকে মেলে ধরেছেন শ্রেয়স।
গুরবাজের দায়িত্ব
ফিল সল্ট চলে যাওয়ার পর একটি ম্যাচও সুযোগ পাননি। আফগান ক্রিকেটার রহমাতুল্লাহ গুরবাজ দারুণ পারফরম্যান্স করলেন। এতদিন না খেলেও আত্মবিশ্বাসের কোনও অভাব দেখা যায়নি তাঁদের। প্রথম বল থেকে চালিয়ে খেললেন গুরবাজ। পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগিয়ে রান তোলার চেষ্টা করলেন তিনি। যার ফলে এল এই সুন্দর জয়। আর একটা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন কলকাতা। দায়িত্ব পূরণ করতে চান তিনি।