আইপিএলে সোমবার ধুন্ধুমার লড়াই। ঘরের মাঠে নামছে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছেন শ্রেয়স আইয়াররা। আহমেদাবাদের মাঠ নাইটদের নিয়মরক্ষার ম্যাচ।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুভমান গিল সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি পেয়েছেন সাই সুদর্শনও। ওই ম্যাচে জিতে আশা দেখছেন সমর্থকরা। ১২ ম্যাচে ১০ পয়েন্ট তুলেছেন তাঁরা। কেকেআরকে হারাতে পারলে ১৪ পয়েন্ট তুলে নেবে দল। তাই প্লে-অফে ওঠার সুযোগ আছে সাত টিমেরই। সোমবার ঘরের মাঠে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে গুজরাত।
এদিকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। আমেদাবাদের এই মাঠেই গত মরশুমে এক ওভারে পাঁচটি ছয় মেরেছিলেন রিঙ্কু সিং। এই মরশুমে তাঁর ব্য়াটে দায়িত্ববান ইনিংস দেখা গিয়েছে। ওপেনার ফিল সল্ট এবার ছন্দে আছেন। সুনীল নারিন, আন্দ্রে রাসেল অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শক্তি ও দুর্বলতাগুলো ঝালিয়ে নিতে চাইছে গম্ভীর ব্রিগেড।