মরশুমের মাঝপথে আইপিএল। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দারুণ ছন্দে কেকেআর। আইপিএল থেকে কার্যত ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে কলকাতাকে চ্যালেঞ্জ নিতে তৈরি হার্দিক ব্রিগেড।
আইপিএলের পয়েন্ট টেবিলে ২ নম্বরে আছে কলকাতা। পাখির চোখ প্লে-অফ। নেট রানরেট অন্য সব দলের থেকে অনেকটাই বেশি। তবু মুম্বই ম্যাচে কোনও ঝুঁকি নিতে চাইছেন না শ্রেয়স আইয়াররা। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতে কলকাতা। দারুণ ফর্মে আছেন ফিল সল্ট ও সুনীল নারিন। রিঙ্কু সিং এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলতে পারেননি। গত ম্যাচে ফর্মে ফিরেছেন দলের বোলাররা। মুম্বইয়ের বিরুদ্ধে স্পিন আক্রমণকে আরও ধারাল করতে চায় কেকেআর।
এবার আইপিএলে প্রথম থেকেই ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে ওয়াংখেড়েতে জসপ্রীত বুমরা ও জেরাল্ড কোয়েটজের বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে হবে কলকাতার ব্যাটারদের। বিশ্বকাপের আগে বিধ্বংসী ইনিংস খেলতে চান রোহিত শর্মাও। দারুণ ফর্মে আছেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াও বড় রানের দিকে তাকিয়ে। কেকেআরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় মুম্বই ইন্ডিয়ান্স।