আইপিএলের (IPL 2023) সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। প্রথমেই অ্যাওয়ে ম্যাচ খেলবে কলকাতা। ১ এপ্রিল মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর (KKR)।
কেকেআরের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আরসিবি। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামবেন শ্রেয়স আইয়াররা। ৯ এপ্রিল কেকেআরের আগামী ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স। ১৪ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কেকেআর। ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এক সপ্তাহ পর ঘরের মাঠে কলকাতার মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ২০ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কেকেআর। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ইডেন গার্ডেন্সে হবে এই ম্যাচ।
আরও পড়ুন: ৩১ মার্চ থেকেই শুরু আইপিএল, প্রথম ম্যাচেই হার্দিক বনাম ধোনি, কবে নামছে কেকেআর!