রবিবার চিপকে আইপিএল ফাইনাল। শনিবার অনুশীলনের সময় নামল বৃষ্টি। মাঠ ছাড়তে হল ক্রিকেটারদের। রবিবার সকাল থেকেই বঙ্গোসাগরের উপকূল অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। চেন্নাই থেকে ১৫০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। কিন্তু এর প্রভাবে শহরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কোন দল চ্যাম্পিয়ন হবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টি হলেও খেলা ভেস্তে যাবে না। রবিবার চেন্নাইয়ের আকাশ মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৫-৬৫ শতাংশ। যদি বৃষ্টি হয়, তা হলে এক ঘণ্টা অপেক্ষা করার পর প্রথমে ওভার কমবে। মাঠের আউটফিল্ড দেখে সিদ্ধান্ত নেবেন ম্যাচ অফিসিয়ালরা। রাত ১০টা ৫৬ মিনিট পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া যাবে। এরপর ম্যাচ বাতিল ঘোষণা করা হবে। কিন্তু ফাইনালে রিজার্ভ ডে থাকবে। ম্যাচ বাতিল হলে সোমবার ফের আইপিএল ফাইনাল হবে।
গতবার আহমেদাবাদ স্টেডিয়ামে আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যায়। রিজার্ভ ডে-তে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে গুজরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধোনি ব্রিগেড।
ফাইনালে পিচ নিয়ে আশাবাদী কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্লে-অফের এলিমিনেটর ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, ফাইনাল সেই উইকেটে হবে না। কালো মাটির উইকেটে খেলা হবে। রাতে শিশির পড়তে পারে। পরে ব্যাটিংয়ের সমস্যা হতে পারে বলে মনে করছেন আইয়ার।