কলকাতা নাইট রাইডার্স(KKR) তাদের সাত বছরের আইপিএল(IPL 2022) ট্রফির খরা কাটাতে মাঠে নামছে এই বছর। শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বলিষ্ঠ নেতৃত্বের ওপর ভরসা রেখে মরসুমের প্রথম ম্যাচে জয়ের খোঁজে ঝাঁপাবে কেকেআর(KKR)।
গত মরসুমের বেশকিছু খেলোয়াড়কে ধরে রেখে কেকেআর। সুনীল নারিন(Sunil Narine), ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer), বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy), আন্দ্রে রাসেলকে(Andre Russell) ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। তবে এই মরসুমের দল আরও বেশি শক্তিশালী বলেই দাবি কেকেআর শিবিরের।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার(অধিনায়ক), নীতিশ রানা, শেল্ডন জ্যাকসন(উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিভম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
আগামী ১ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে কেকেআর(KKR) এবং চেন্নাই সুপার কিংস(CSK)।