রাসেল-রানা-স্টার্কের পেস আক্রমণে চিপকে আছড়ে পড়ল 'সাইক্লোন' (Cyclone)। লাল মাটির পিচে KKR বোলারদের পারফরম্যান্সই যেন ঘূর্ণিঝড়। রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় ট্রফি জয় কলকাতা নাইট রাইডার্সের।
নির্ধারিত সময় ম্যাচ শুরু হতেই নাইটদের বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড সানরাইজার্সের (Sunrisers Hyderabad) ব্যাটিং লাইন আপ। আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের নজির সানরাইজার্স হায়দরাবাদের । মাত্র ১৮.৩ ওভারে অলআউট প্যাট কামিন্সরা। আর এই নাইটদের ঘূর্ণিঝড়ের 'দ্য আই' মিচেল স্টার্ক। ২০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে এবার তাঁকে ঘরে তুলেছিল KKR। সেই স্টার্কই আইপিএল ফাইনালে 'সোনার ফসল' ফলালেন। রবিবার ফাইনালে তাঁর নামের পাশে লেখা থাকল ৩ ওভারে ১৪ রান ২ উইকেট। স্টার্ক শুরু করলেও শেষটা করে এলেন রাসেল। আড়াই ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন তিনি। ২ উইকেট পেলেন হর্ষিত রানাও।
রান তাড়া করতে নেমে ফাইনালে ব্যর্থ সুনীল নারিন। কামিন্সের ডেলিভারিতেই ফেরেন তিনি। তবে নারিন ফিরলেও মাত্র ৪ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে কলকাতা। বড় পার্টনারশিপ করেন রহমাতুল্লাহ গুরবাজ ও বেঙ্কটেশ আইয়ার। তাতেই খেলা ঘুরে যায়। ফাইনালের মতো ম্যাচে বড় রানের চাপ মাথায় না থাকলে, অনেকটাই হালকা মেজাজে খেলা যায়। সেটাই করে দেখাল কলকাতা।
রবিবার ফাইনালে চিপকে পিচ আলাদা ছিল। তা স্বীকার করেছিলেন দুই অধিনায়ক প্যাট কামিন্স (Patt Cummins) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই পিচে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। এই ভারতে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেছেন। ফাইনালে কামিন্সের এই সিদ্ধান্তে যেন কোথাও ভুল হয়ে গিয়েছিল। স্টার্ক, হর্ষিত, বৈভব, রাসেলের সামনে দাঁড়াতেই পারেননি কোনও ব্যাটসম্যান। আর ফাইনালে কম রানের টার্গেট তাড়া করে সহজ জয় কেকেআরের।