আইপিএলের আগে ফের চেনা ছন্দে ফিরতে মরিয়া কেএল রাহুল। তাঁর কথায়, এই স্ট্রাইক রেট নির্ভর করে ম্যাচের গতিপ্রকৃতির ওপর। যদি ম্যাচের প্রয়োজনে 'ধীরে চলো' নীতি নিতে হয়, তাহলে স্বভাবতই স্ট্রাইক রেট কমে যাবে। কিন্তু ব্যাটে ঝড় উঠলে সেই স্ট্রাইক রেটই আবার বেড়ে ১০০-এর অপরে চলে যাবে। তিনি আরও জানান, ১৪০ তাড়া করতে নেমে কখনই স্ট্রাইক রেট ২০০-তে নিয়ে যেতে হবে না।
মঙ্গলবার আসন্ন আইপিএলের জন্য নিজেদের নতুন জার্সি উদ্বোধন সুপার জায়েন্টদের। সেখানেই দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরের পাশাপাশি ছিলেন অধিনায়ক কেএল রাহুল। এছাড়াও ছিলেন লখনউয়ের বেশকিছু খেলোয়াড়।
আরও পড়ুন- IND Vs Australia: পিচ নিয়ে প্রশ্নের মুখে আহমেদাবাদও , ৪৮ ঘণ্টা আগেও তৈরি নয় ২২ গজ