চেন্নাইয়ের ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স লখনউ সুপার জায়ান্টসের। ৬৩ বলে ১২৪ রান করেছেন মার্কাস স্টয়নিস। দলের সতীর্থের ইনিংসের প্রশংসা করলেন অধিনায়ক কে এল রাহুল।
ম্যাচের পর রাহুল বলেন, "এই ধরনের ম্যাচে ওর এমন ইনিংস সত্যিই বড় পাওনা। প্রথমে মনে হয়েছিল, রান তাড়া করা নিয়ে আমরা অনেকটাই পিছিয়ে আছি। সেখান থেকে এই জয়, দারুণ।"
রাহুল একবার বলেছিলেন, T20 ক্রিকেটে স্টয়নিসের স্ট্রাইক রেট অনেকটাই ওভাররেট। মঙ্গলবারের ইনিংসের পর প্রশংসায় ভরিয়ে দিলেন কে এল রাহুল।