ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন পায়ের পেশিতে চোট পান। সেই চোটের জন্য সিরিজের বাকি ম্যাচে ছিটকে যান কে এল রাহুল। আইপিএলে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সংবাদ সংস্থা সূত্রে দাবি, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন তিনি।
তবে ফিট সার্টিফিকেট পেলেও বেশি কিছু বিধিনিষেধ রয়েছে কে এল রাহুলের। LSG টিমের হয়ে উইকেটকিপিং করতে পারবেন না রাহুল। তবে ব্যাটিং বা ফিল্ডিং করতে বাধা নেই তাঁর। বোর্ড সূত্রে জানা গিয়েছে, বুধবার কে এল রাহুল লখনউ শিবিরে যোগ দেবেন।
আরও পড়ুন: হেয়ার স্টাইলের পাশাপাশি ভুরুও কাটলেন! ভাইরাল বিরাটের নয়া লুক
২৪ মার্চ, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম কয়েকটি ম্যাচে রাহুলের পরিবর্তে দলে উইকেটকিপিং করবেন নিকোলাস পুরান ও কুইন্টন ডি কক।