সোশ্যাল মিডিয়ায় প্রখর সমালোচনা। বারবার তাঁর দিকে আঙুল। সেঞ্চুরিয়ন টেস্টে সেঞ্চুরির পর কী বললেন কে এল রাহুল! না সমাজমাধ্যমের সমালোচনার জবাব দেওয়াতেই বিশ্বাসী নন রাহুল। সেঞ্চুরিয়নে টেস্টে অষ্টম সেঞ্চুরি করার পর রাহুল জানান, লোকের যা মনে হবে, সেটাই বলবে। পারফর্মার হলে, পারফর্ম করেই জবাব দিতে হবে।
সোশ্যাল মিডিয়া নিয়েও এদিন মুখ খোলেন রাহুল। জানালেন, নিজেকে সোশ্যাল থেকে দূরে রাখলে আনন্দে থাকা সম্ভব। সেটাই মেনে চলেন বলেও জানান তিনি। তাঁর সেঞ্চুরির প্রশংসা করেছেন সুনীল গাভাসকরও। রাহুল জানান, পরিস্থিতি অনুযায়ী খেলেই সাফল্য পেয়েছেন তিনি। মনকে হালকা রেখে শেষ পর্যন্ত খেলাই লক্ষ্য ছিল, জানালেন রাহুল।