বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি কে এল রাহুলের। টিম ইন্ডিয়াকে সেঞ্চুরিয়নে ব্যাটিং বিপর্যয় থেকে বাঁচালেন তিনি। ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ৭০ রানে ক্রিজে ছিলেন রাহুল। বৃষ্টিতে এদিনও কিছুটা দেরি করে শুরু হয় ম্যাচ। ২৪৫ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া।
এদিন রাহুলের সঙ্গে ক্রিজে ছিলেন মহম্মদ সিরাজ। কোয়েটজির ডেলিভারিতে দ্বিতীয় দিনের শুরুতেই ফেরেন তিনি। ৯ উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। আর এই অসময়েই মাথা ঠান্ডা রেখে বিদেশের মাটিতে সেঞ্চুরি আসে কে এল রাহুলের ব্যাটে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা একাই নিলেন ৫ উইকেট।