দক্ষিণ আফ্রিকার মাটিতে একা ক্রিজ কামড়ে লড়াই ও সেঞ্চুরি। ইতিহাস গড়েছেন কে এল রাহুল। ৮ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে প্রায় একা লড়লেন। তাঁর ব্যাটে সেঞ্চুরিয়নে এল সেঞ্চুরি। তাঁর এই সেঞ্চুরিকে ক্রিকেটপ্রেমীরা বলছে, ক্রিকেটের বাইরের ক্রিকেট।
৯২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেই সময় ক্রিজে আসেন কে এল রাহুল। দ্বিতীয় দিন ৯ উইকেট পড়ে যাওয়ার পর মনে হয়েছিল, সেঞ্চুরি হয়তো পাবেন না। ঠিক আগের বলে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রাসিদ কৃষ্ণাকে ডেকে নন স্ট্রাইক থেকে স্ট্রাইকে আসেন রাহুল। ঠিক তার পরের বলেই ছয় মেরে শতরান। মাত্র এক উইকেট হাতে নিয়ে টেস্ট ক্রিকেটে এত বড় ঝুঁকি ভাবতে পারছেন না বর্তমান থেকে প্রাক্তনীরাও।
ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর বলেন, এই মুহূর্ত অনেকদিন পর্যন্ত মনে গেঁথে থাকবে। কিপার, বোলার সবাই কিংকর্তব্যবিমূঢ়। কে এল রাহুল দারুণ দৃঢ়তা দেখালেন।"