অ্যাডিলেডে দিনরাতের টেস্ট। গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে এই মাঠেই হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। পার্থে বড় ব্যবধানে জিতেছে ভারত। তাই অ্যাডিলেডে নামার আগে আত্মবিশ্বাসে ফুটছে রোহিত ব্রিগেড। তবে দ্বিতীয় টেস্টে কী স্ট্র্যাটেজি নিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ গৌতম গম্ভীর। এদিকে দ্বিতীয় টেস্টের আগে ফুঁসছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে হারের পর দলে পরিবর্তন করল অস্ট্রেলিয়াও। চোট পেয়েছেন জোসে হ্যাজেলউড। তাঁর পরিবর্তে দলে আসছেন পেসার স্কট বোল্যান্ড।
বর্ডার-গাভাসকর ট্রফিতে গত কয়েকবছর ধরে দাপুটে পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতেও সফল রোহিত-বিরাটরা। কিন্তু দিনরাতের টেস্টের স্ট্র্যাটেজি অন্যরকম। অ্যাডিলেডের অনুশীলন দেখে আঁচ পাওয়া গিয়েছে প্রথম একাদশ কেমন হবে। মঙ্গলবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ওপেন কে করবেন, তা নিয়ে কিন্তু ধন্দ আছে। পার্থ টেস্টে ওপেন করেছিলেন কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল। দলের স্বার্থে ব্যাটিং অর্ডারে নিচে নামবেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগের দিন জানালেন, তিনি দলের স্বার্থে মিডল অর্ডারে যে কোনও জায়গায় নামতে রাজি। ওপেনিং কম্বিনেশন ভাঙবে না টিম ইন্ডিয়া। ওপেনে নামবেন কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল।
টিমের কম্বিনেশন ভাঙতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এদিন অধিনায়ক রোহিত জানিয়েছেন, "আমরা ফলাফল চাই। সাফল্য চাই। পার্থে ওরা দারুণ খেলেছে। রাহুলের খেলা দেখতে দারুণ লাগে। নিজের জন্য কাজটা সহজ হবে না। কিন্তু টিমের জন্য করতে চাই।" চোট সারিয়ে অনুশীলন করেছেন শুভমান গিল। প্রস্তুতি ম্যাচেও খেলেছেন। অ্যাডিলেডে ফের তাঁকে নিজের জায়গায় দেখা যাবে। চার নম্বরে নামবেন বিরাট কোহলি। পাঁচে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। ছয়ে আসবেন ঋষভ পন্থ।
লোয়ার মিডল অর্ডারে সাত ও আট নম্বরে দেখা যেতে পারে দুই অলরাউন্ডারকে। ওয়াশিংটন সুন্দর ও নীতিশ রেড্ডিকে একসঙ্গে প্রথম একাদশে খেলানো হতে পারে। তাই এই ম্যাচেও ভারতের পুরনো স্পিন জুটি জাদেজা-অশ্বিনকে ডাগআউটেই বসে থাকতে হবে। নয়, দশ ও এগারো নম্বরে দলের তিন পেসার নামবেন। হর্ষিত রানা, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।