বাইশ গজে লোকেশ রাহুল। খুব সম্ভবত আইপিএলের আগেই এনসিএ সার্টিফিকেট পেতে চলেছেন তিনি। ফলে চলতি মরশুমের আইপিএলের ময়দানে দেখতে পাওয়া যাবে রাহুলকে। আর আইপিএলের পরেই রয়েছে আইসিসির মেগা টুর্নামেন্ট টি-২০ বিশ্বকাপ। যদিও সেখানে খেলার জন্য আইপিএলে নিজেকে প্রমাণ করতে হবে রাহুলকে। তার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন তিনি।
গত রবিবার ভারতে ফিরেছেন রাহুল। রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও পৌঁছে গিয়েছেন। শীঘ্রই এনসিএ সার্টিফিকেটও পেয়ে যাবেন তিনি। এরপরেই আইপিএলের ময়দানে নিজেকে প্রমাণ করতে হবে রাহুলকে। ভাল পারফর্ম করলেই মিলবে টি-২০ বিশ্বকাপের টিকিট।
আরও পড়ুন - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা, এক নম্বরে টিম ইন্ডিয়া, দুইয়ে নিউজিল্যান্ড
চলতি বছরের আইপিএল শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। লখনউ সুপার জায়েন্টস-এর প্রথম ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ২৪ মার্চ।