ঘরের মাঠে টেস্ট সিরিজ। ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। উপমহাদেশে আসার আগে ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম জানিয়েছেন, ভারতের মাটিতে বাজবল চলবে। এই সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটের অন্দর থেকে পাওয়া গেল এক নতুন ইঙ্গিত।
প্রথম দুটি টেস্টে গ্লাভস হাতে নাও দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। কারণ, ব্যাটার রাহুলকে আরও বেশি করে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই এক কর্তা জানিয়েছেন, ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ মোটেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না। সেই কারণে উইকেটের পিছনে নয়, উইকেটের সামনেই রাহুলকে প্রয়োজন।
এই প্রথম ঘরের মাঠে দল তৈরি করতে গিয়ে একই দলে তিনজন উইকেট কিপার নিয়েছেন জাতীয় নির্বাচকরা। কেন নিয়েছেন, প্রথমে তার কোনও ইঙ্গিত স্পষ্ট হচ্ছিল না। কিন্তু বোর্ডের এই কর্তার দাবিতে খানিকটা পরিষ্কার হল, কেন তিন উইকেটকিপার নিয়ে দল সাজিয়েছে ভারত।