এশিয়া কাপে মাঠে নামার আগে জিম্বাবোয়ের মাটিতে প্রস্তুতিটা ভালই হল ভারতের। সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের পর, সোমবার তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে ভারত। সিরিজ জয়ের পরেও জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনও রকম ঢিল দিতে চায় না টিম ম্য়ানেজমেন্ট। তাই এই ম্যাচেও দলে কোনও পরিবর্তন নেই।
একাধিক সিনিয়র ক্রিকেটারকের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। প্রথমে ঠিক ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধেও ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। কিন্তু শেষবেলা রাহুল ফিট হতেই, তাঁকেই নেতা হিসাবে জিম্বাবোয়ে পাঠানো হয়েছে। তবে বিশ্বকাপের আগে, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ফের চিন্তায় রাখছে রাহুলের চোট।
তবে, এশিয়া কাপের আগে এই জিম্বাবোয়ে সফরকে যথেষ্ঠ ইতিবাচক বলেই দাবি করেছেন এই সিরিজে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণ। সিরিজ জয়ের পর তিনি জানিয়েছেন, দুবাই রওনা হওয়ার আগে টিম ইন্ডিয়া প্রস্তুত। বিশেষ করে, বিশ্বকাপের আগে দলের তরুণ ক্রিকেটাররাও তৈরি আছে বলে দাবি করেছেন লক্ষ্মণ।