ঘরের মাঠে আইপিএল শুরুর আগে বিরাট পরিবর্তনের পথে কোহলির দল। মাঠে নামার আগেই বদলে যাচ্ছে দক্ষিণের এই দলের নাম। টিম ম্যানেজমেন্টের দাবি, ১৬ বছর পর দলের নাম পরিবর্তন করা হচ্ছে। এতদিন আরসিবি খেলত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার থেকে আরসিবি হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামে। আগামী মঙ্গলবার নতুন নাম ঘোষণা হতে পারে।
২০০৮ সাল থেকে আইপিএল খেলছে দক্ষিণের এই দল। ২০১৪ সালের নভেম্বরে ব্যাঙ্গালোর বদলে শহরের নাম হয় বেঙ্গালুরু। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে আরসিবি। তাতেই নাম বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছে।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। চেন্নাইয়ে ধোনিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাঠে নামবেন বিরাটরা। তার আগে ভক্তদের নতুন নাম উপহার দিতে চলেছে আরসিবি।