জেড্ডার অকশন টেবিল। প্রথম দিনেই কোটি টাকা খরচ করে বেকায়দায় গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তাই দ্বিতীয় দিন অকশনে বসে অনেক মাথা ঘামাতে হয়েছে নাইট ম্যানেজমেন্টকে। কোন ক্রিকেটারকে ধরবেন, কোন ক্রিকেটারকে ছাড়বেন তা ঠিক করতে বারবার গুনতে হয়েছে গ্যাঁটের কড়ি।
ঘরে রাখা আছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের। ছিপে উঠেছে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ঘরের ছেলে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশকেই যদি নেওয়া হবে, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হল কেন? প্রাথমিক ভাবে ভেঙ্কি মাইসোরদের কাছে এই প্রশ্নের কোনও উত্তর ছিল না। কিন্তু দল তো তৈরি করতে হবে। কারণ তাঁরা গত বারের চ্যাম্পিয়ন। তাই জেড্ডার টেবিলে নাইটদের স্মরণ করতে হল তাঁদের মালিক বাদশার সেই বহু চর্চিত সংলাপকে। এবারও প্রাথমিক ভাবে হেরে অকশন টেবিল থেকে কলকাতার প্রাপ্তি আজিঙ্কা রাহানে, মইন আলি, রোভমান পাওয়ালের মতো ক্রিকেটাররা।
নাইট ভক্তরা মনে করছেন এবারও লড়ে যাবেন ব্রাভো পণ্ডিত জুটি। ১৪ মার্চ থেকে শুরু এবারের আইপিএল। তার আগে একবার দেখে নেওয়া যাক সৌদির অকশন থেকে কলকাতার প্রাপ্তির ভাঁড়ার।
টপ অর্ডার
গত আইপিএলে কলকাতার বেশিরভাগ ম্যাচ ওপেন করেছিলেন সুনীল নারিন এবং ফিল সল্ট। মেগা নিলামের আগে সুনীলকে ধরে রেখেছিল। কিন্তু সল্টের বদলে নেওয়া হয়েছে কুইন্টন ডি'কককে। এছাড়াও টপ অর্ডারের জন্য নেওয়া হয়েছে আফগানিস্তানের রহমানুল্লা গুরবাজকে। তিনি উইকেটকিপারও বটে। তাঁর সঙ্গে কিপিংয়ে রাখা হয়েছে লভনীত সিসোদিয়াকে। ওপেনারদের মধ্যে রয়েছেন বেঙ্কটেশ আয়ার। ফলে তাঁকে তিন নম্বরে নামতে পারেন তিনি।
মিডল অর্ডার
অন্যদিকে, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়ার কারণে মিডল অর্ডারে জায়গা রয়েছে। সেই জায়গা পূরণের জন্য দলে নেওয়া হয়েছে অঙ্গকৃশ রঘুবংশীকে। রয়েছেন রভমন পাওয়েল। এছাড়াও মিডিল অর্ডার শক্ত করার জন্য দলে রাখা হয়েছে আন্দ্রে রাসেলকে। রয়েছেন মনীশ পাণ্ডেও।
ফিনিশার এবং স্পিনার
দুই ফিনিশার রিঙ্কু সিং এবং রমনদীপ সিংকে রিটেইন করেছে কলকাতা। আর স্পিনার হিসেবে বলে রাখা হয়েছে বরুণ চক্রবর্তী। এছাড়াও নিলামের শেষ বেলায় চমক দিয়ে স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে মায়াঙ্ক মরকন্ডেকে। রয়েছেন অনুকূল রায় ও মইন আলিকে।
পেসার
পেসার হিসেবে দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে। নিলামে তুলে নেওয়া হয়েছে গত মরশুমের বৈভব আরোরাকে। নেওয়া হয়েছে উমরান মালিককে। ভারতীয়র সঙ্গে দলে নেওয়া হয়েছে বিদেশি এনরিখ নোখিয়ে, স্পেন্সার জনসনকে।
এক নজরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড
ভেঙ্কটেশ আইয়ার, এনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।