IPL 2024 Final: চিপকে ফের জয়ের 'কাব্য' লিখতে চায় কলকাতা, কামিন্সের হাতেই ট্রফি ছুঁতে চায় সানরাইজার্স

Updated : May 26, 2024 08:10
|
Editorji News Desk

ক্রিকেট মস্তিষ্ক কতটা প্রখর গৌতম গম্ভীরের? অধিনায়ক হিসেবে মাঠে নামার সময় যে হিসেবগুলি কাজ করত, তা কি এখনও ডাগআউটে বসেও কাজ করে? মাঠের বাইরে থেকে ক্রিকেটারদের পরিকল্পনা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি সবার কাছে থাকে না। কিন্তু ডাগআউটে বসে দলকে শান্ত মাথায় নিরীক্ষণ করছেন। আর ড্রেসিংরুমে জয়ের বীজমন্ত্র নিখুঁতভাবে বুনে দিচ্ছেন গোতি। আর তাতেই একের পর এক হার্ডল পেরিয়ে গিয়েছে কলকাতা। আর মাত্র একটি ম্যাচ বাকি। ২০১২ সালে এই মাঠেই কলকাতাকে প্রথম ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর। ঘরের মাঠে চেন্নাইকে হারানোর অন্যতম কাণ্ডারি ছিলেন মনবিন্দর বিসলা ও জ্যাক কালিস। চিপকে রবিবারের মহারণে KKR মেন্টর গম্ভীরের ক্রিকেটমস্তিষ্ক কতটা কাজে লাগবে!  

রবিবার ফাইনালে কলকাতার অন্যতম অস্ত্র দুই ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। এই দুই ওপেনার ফাইনালে ভাল খেলতে পারলেই কাজ অনেক সহজ হয়ে যাবে। মিডল অর্ডারে ভরসার অন্যতম নাম ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করলে স্কোরবোর্ডে বড় রান তুলতে সাহায্য করবেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং ও রমনদীপ সিং। এদিকে বোলিং আক্রমণে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে মর্যাদার লড়াই মিচেল স্টার্কেরও। ফাইনালে দলকে জেতাতে কতটা বিধ্বংসী মেজাজে বোলিং করতে পারবেন স্টার্ক। তার দিকেও নজর থাকবে কলকাতার সমর্থকদের। অভিষেক শর্মা, ট্রেভিস হেড, হেনরি ক্লাসেন, আইডেন মারক্রম, রাহুল ত্রিপাঠীর মতো ব্যাটসম্যানরা ফাইনালে বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে আছে। তাঁদের দ্রুত ফেরানোর দায়িত্ব থাকবে মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীদের উপর।  

ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক রেকর্ড। সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২১ সালে প্যাট কামিন্সকে অধিনায়ক ঘোষণা করে। সাম্প্রতিক কালে কোনও পেসারকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়নি বোর্ড। প্যাট কামিন্সের নেতৃত্বে ২০২৩ সালে একই বছরে দুটি আইসিসি ট্রফি এনে দেন কামিন্স। ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তোলে অস্ট্রেলিয়া। সেই কামিন্সকে দলে নিতে কোনও কার্পন্য করেনি সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারের হাত ধরে প্রথম ট্রফি জেতে কমলা ব্রিগেড। এবার প্যাট কামিন্সকে ২০ কোটি টাকা দিয়ে কিনে অধিনায়ক ঘোষণা করে সানরাইজার্স হায়দরাবাদ। আর তাতেই এল সাফল্য। শেষ মুহূর্তে দলকে আইপিএল প্লে-অফে তুললেন। প্রথম দুই কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সানরাইজার্স। কলকাতাকে হারিয়ে এই ম্যাচ জিতলে মহেন্দ্র সিং ধোনির পর তিনিই প্রথম অধিনায়ক হবেন, যিনি ওয়ানডে বিশ্বকাপ ও আইপিএলে একই সঙ্গে ট্রফি জিতবেন। 

রবিবার ফাইনালের আগে বারবার ফিরছে ১২ বছর আগের স্মৃতি। এই মাঠেই তুখোড় ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ট্রফি জিতেছিল কলকাতা। এখনও পর্যন্ত সেরা ফাইনাল ধরা হয় এই ম্যাচকে। রবিবার ম্যাচের আগে সতর্ক কলকাতা নাইট রাইডার্স। এই প্রথম দুটি টিমের হয়ে আইপিএল ফাইনালে ওঠার রেকর্ড গড়েছেন শ্রেয়স আইয়ার। ২০২০ সালে দুবাইয়ে আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসে ছিলেন তিনি। কিন্তু ফাইনালে হারের রেকর্ড রয়েছে শ্রেয়সের। সেবার চ্যাম্পিয়ন হয় মুম্বই। এবার কেকেআরে অধিনায়ক হিসেবে ফাইনালে। চেন্নাইয়ের ঘরের মাঠে সানরাইজার্সকে হারিয়ে ট্রফি জয়ের জন্য নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত নাইট অধিনায়ক। 

চিপকে রবিবার ফাইনালে ফেভারিট কিন্তু কলকাতা নাইট রাইডার্স। ফাইনালের আগে দুবার মুখোমুখি হয় দুই টিম। মরশুমের শুরুতে ইডেনে সানরাইজার্সের ২০৪ রান তাড়া করে জয়ী হয় কলকাতা। পয়েন্ট টেবিলে প্রথম দুই টিম হিসেবে শেষ করে কলকাতা ও সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হন তাঁরা। ৮ উইকেটে হায়দরাবাদকে হারায় কেকেআর। এবার চিপকে ফাইনাল ব্যাটল। এই ম্যাচ জিতে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রহর গুনছে কলকাতা। আর আইপিএলে প্রথম ট্রফি জয়ের জন্য অপেক্ষায় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। 

Kolkata Knight Riders

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?