জমজমাট রবিবার। রবিবাসরীয় বিকেলে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। দুটি দলই শেষ দুটি ম্যাচই জিতেছে। ফলে টেবিলের দু'নম্বর রয়েছে গুজরাট আর চার নম্বর রয়েছে নাইটরা। ফলে, আগামী ম্যাচে দু'দলই যে ম্যাচ জিতে হ্যাট্রিক করার চেষ্টা করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
রবিবার ঘরের মাঠে খেলবে গুজরাট। শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ভাল ফল করে আত্মবিশ্বাসের অভাব নেই রানাদেরও। একইসঙ্গে এই ম্যাচে কেকেআরের শক্তি বাড়াবে জেসন রয়। যিনি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলে নাইট শিবিরে যোগ দিয়েছেন।