লাক্ষাদ্বীপ বনাম মালদ্বীপ। এই যুদ্ধে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করলেন ভারতের স্পিডস্টার মহম্মদ শামি। এর আগে সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি, এই বিতর্কে নিজেদের মতামত জানিয়েছেন। এবার শামি জানালেন, দেশের পর্যটনের উন্নয়নই অগ্রাধিকার হওয়া উচিত। ভারতীয় ক্রিকেটারের মতে, লাক্ষাদ্বীপকে আগামী দিনে ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসাবে দেখতে চান।
২৫ তারিখ থেকে ভারতের মাটিতে টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম দুটি টেস্ট শামিকে পাওয়া যাবে না। তা নিয়ে খানিকটা হতাশ বিশ্বকাপের সেরা বোলার। শামি জানিয়েছেন, তিনিও চেষ্টা করছেন দ্রুত চোট সারিয়ে টিম ইন্ডিয়ায় ফেরার। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। তাই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ফিরতে চান।
হায়দরাবাদ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শামিহীন ভারতীয় পেস ব্যাটারির ভরসা বুমরা ও সিরাজ। ঘরের মাঠে অশ্বিন-জাডেজা যে বাড়তি গুরুত্ব পাবেন, তা বলাই বাহুল্য।