বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র তথা অস্ট্রেলিয়ার(Australian) স্পিন মহারথী শেন ওয়ার্নের(Shane Warne) জীবনী নিয়ে তথ্যচিত্র আসতে চলেছে ওটিটি(OTT) প্ল্যাটফর্মে। জানা গেছে, সর্বকালের রঙিন অথচ বিতর্কিত এই ক্রিকেটারের জীবনের বহু না জানা কথা উঠে এসেছে এই ছবিতে।
আগামী ১৫ জানুয়ারি থেকে ভারতে ‘বুক মাই শো’(Book My Show) স্ট্রীমে ছবিটি দেখা যাবে। ছবিটি আইপিএল(IPL), ভারতে ক্রিকেট(Cricket) এবং অন্যান্য বিতর্কের মাধ্যমে বোলিং কিংবদন্তির জীবন-অভিজ্ঞতার উপর আলোকপাত করেছে বলে খবর।
ছবিটির পর্বে পর্বে উঠে এসেছে আইপিএলে(IPL) প্রথম জয়ের পর ওয়ার্নের ভারতের(India) সঙ্গে তাঁর বিশেষ হৃদ্যতার সম্পর্ক; অন্যান্য টিমমেটদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শচীন তেন্ডুলকর(Sachin Tendulkar) সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের(Indian Cricketers) সঙ্গে তাঁর রসায়ন, ভারতীয় ভক্তদের সমর্থন, ভালোবাসা সবকিছুই ধরা পড়েছে এই তথ্যচিত্রে(documentary)।