নেটে ব্যাট করছেন লোকেশ রাহুল। গত রবিবার সামনে এসেছিল এই ভিডিও। আর এই ভিডিও সামনে এনে বিতর্কে এখন ভারতীয় ব্যাটার। সুস্থ না হয়ে কেন, এই ভিডিও তিনি পোস্ট করেছিলেন, তা নিয়ে রাহুলের থেকে ব্যাখা চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের একটি সূত্রে দাবি করা হয়েছে, নিয়ম ভেঙেছেন রাহুল।
গত রবিবার লোকেশের নেটে ব্যাট করার ভিডিও সামনে আসে। সোমবার তিনি ছিটকে যান রাজকোট টেস্ট থেকে। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। বোর্ডের একটি সূত্রে দাবি করা হয়েছে, এই ভিডিও প্রকাশ করে ভক্তদের প্রভাবিত করার চেষ্টা করেছেন রাহুল। কারণ, নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার সুস্থ না হওয়া পর্যন্ত নেটে ফিরতে পারেন না।
রাজকোটের জন্য ৯০ শতাংশ সুস্থ ছিলেন লোকেশ। ১০ শতাংশ ক্ষেত্রে তাঁকে মাঠে নামার ছাড়পত্র দেওয়া হয়নি। তবে, মনে করা হচ্ছে চতুর্থ টেস্টে মাঠে ফিরতে পারেন ভারতীয় এই ব্যাটার। তার আগে ভিডিও পোস্ট করে জড়িয়ে পড়লেন বিতর্কে।