অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খারাপ পারফরম্যান্সের জের। ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল লোকেশ রাহুলকে। তবে পরের দুটি টেস্টে রোহিতের সহকারি কে হবেন, তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। বোর্ড সূত্রে খবর, এই ব্যাপারে সিদ্ধান্ত নাকি রোহিতের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রোহিত মাঠ ছাড়ার আগে দায়িত্ব কার হাতে দেবেন, সেটা মাঠেই ঠিক করবেন। ভারতীয় একদিনের দলের সহ-অধিনায়ক পদ থেকে রাহুলকে সরিয়ে হার্দিককে দেওয়া হয়েছে।
এই সিরিজের গোড়া থেকেই বেশ নড়বড়ে লোকেশ রাহুল। দিল্লির তুলনায় নাগপুরের বাইশগজে অনেক কম স্পিন ছিল। সেই পিচেও রাহুলকে দেখে পরিস্কার মনে হয়েছিল, তিনি রানের মধ্যে নেই। বিশেষ করে টড মার্ফির মতো নতুন স্পিনার খেলতেও বেশ দ্বিধায় ছিলেন কর্নাটকের এই ক্রিকেটার। দ্বিতীয় টেস্টে কোটলায় আরও ধরাশায়ী হয়েছে তাঁর ব্যাটিং। কোনও ইনিংসেই রান পাননি।
দিল্লি টেস্ট জিতলেও রাহুলের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। একাংশ থেকে দাবি করা হয়েছে, যেখানে শুভমন গিল বেঞ্চে অপেক্ষা করেন, সেখানে রাহুল কেন ওপেন করবেন ? আপতত রাহুলের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রবিবার তিনি জানিয়েছেন, ঠিক ঘুরে দাঁড়াবেন রাহুল। নিজের পন্থাতেই রানে ফিরবেন। আপাতত ইনদৌরে নয়া পরীক্ষা লোকেশ রাহুলের।