লখনউর ঘরের মাঠে এসে বদলা নিয়েছে আরসিবি (RCB)। লো -স্কোরিং ম্যাচে ১৮ রানে হেরেছে লখনউ। ম্যাচের পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীর (Virat Kohli and Goutam Gambhir) একে অন্যের দিকে তেড়ে গিয়েছেন। এই লড়াইয়ের মাঝেই আমনে সামনে দুই টিমের টুইটার অ্যাকাউন্টও।
গত ১০ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটদের হারানোর পর লখনউ সুপার জায়ান্টস তাঁদের টুইটার হ্যান্ডেলে কটাক্ষ করে টুইট করে আরসিবি-কে। সেই টুইটেরই পাল্টা টুইট করে আরসিবি। নিজেদের স্লোগান 'প্লে-বোল্ড' নিয়ে লখনউকে কটাক্ষ করে আরসিবি টুইটার হ্যান্ডেল। এরপরও দুই টুইটার অ্যাকাউন্টের বাগযুদ্ধ চলতে থাকে।
আরও পড়ুন: বিরাট-গম্ভীরের উত্তপ্ত বাদানুবাদের জের, ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা দুই তারকার
সোমবার ম্যাচের পর বিরাট ও গম্ভীরের বাদানুবাদে খুশি নয় বোর্ড। দুজনেরই ম্যাচের ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এরপর টুইটার যুদ্ধে জড়িয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি।