চোটের জন্য আইপিএলের (IPL 2022) ঠিক আগের মুহূর্তে বাদ পড়েন ইংরেজ ক্রিকেটার মার্ক উড (Mark Wood)। পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রিউ টাইকে (Andrew Tye) টিমে সই করাল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।
ছোট ফরম্যাটে দারুণ সাফল্য আছে অ্যান্ড্রিউ টাইয়ের। সদ্য বিগ ব্যাশের (Big Bash) ফাইনালে পারথ স্কর্চার্সের হয়ে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। ডেথ ওভারে বোলিংয়ের জন্য স্পেশালিস্ট এই অসি পেসার। ২০১৮ সালে আইপিএলে খেলেছিলেন। সেখানে পার্পল ক্যাপও জেতেন তিনি। ২৭টি আইপিএল ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৪০টি উইকেট পেয়েছেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয় বাংলাদেশের, ইতিহাসে সাকিবরা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে কনুইয়ে চোট পান মার্ক উড। তারপরই আইপিএল থেকে বাদ পড়েন তিনি। ২৮ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
Disclaimer: Editorji আরপিএসজি গোষ্ঠীর একটি অংশ