লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার মায়াঙ্ক যাদব এবার আইপিএলের শুরুতেই নজর কেড়েছেন। পঞ্জাব কিংস ম্যাচে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করেছেন তিনি। মায়াঙ্ককে অনুপ্রাণিত করেছেন কোন ক্রিকেটার! জসপ্রীত বুমরা বা মহম্মদ শামি নন। মায়াঙ্কের প্রেরণা দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন।
শনিবার ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন ২১ বছরের পেসার মায়াঙ্ক যাদব। তিনি বলেন, "আমি সব সময়ই পেসার হতে চেয়েছিলাম। আমার আদর্শ ক্রিকেটার ডেল স্টেন। ওকে খুব মেনে চলি।"
গত বছরই আইপিএলে অভিষেক করতে পারতেন। কিন্তু চোট বাদ সাধে মায়াঙ্ক যাদবের। শুধু জোরে বোলিং করাই নয়, দৈনন্দিন জীবনে যে কোনও গতি বরাবরই পছন্দ মায়াঙ্কের। জেটপ্লেন, সুপার বাইক, রকেটও ভালবাসেন। মায়াঙ্কের মতে, "গতি সব সময় পছন্দের। রকেট, প্লেন, সুপারবাইক ভাল লাগে। গতির প্রেরণা এসব থেকেই পেয়েছি।"