নতুন যুগ শুরু হল লখনউ সুপার জায়ান্টসের। বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার জাহির খানকে দলের মেন্টর হিসেবে দায়িত্ব দিলেন টিমের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার জাহিরের হাতে লখনউ সুপার জায়ান্টসের জার্সি তুলে দেওয়া হয়। সঙ্গে ছিলেন শ্বাশ্বত গোয়েঙ্কাও। অধিনায়ক কে এল রাহুলকে নিয়ে একাধিক জল্পনা চলছে। এদিন লখনউ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, "কে এল রাহুল সুপার জায়ান্টস পরিবারের অন্যতম সদস্য। আমি এটুকুই বলতে পারি।"
গত মরশুমে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। বর্তমানে তিনি জাতীয় দলের হেড কোচ। প্রাক্তন মেন্টর গম্ভীর ও মর্নি মর্কেলকে শুভেচ্ছা জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার। অধিনায়ক কে এল রাহুল কি দলে থাকবেন! আইপিএলের মেগা নিলামে কাদের ধরে রাখবে টিম! সঞ্জীব গোয়েঙ্কা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, "এখনও বিসিসিআইয়ের কোনও নীতি প্রকাশ্যে আসেনি। এই নিয়ে কিছুই জানি না। যদি বোর্ড ৪ জনকে রাখার কথা ভাবে, তাহলে একরকম সিদ্ধান্ত। ৫ বা ৬ জন ক্রিকেটার রাখার বিষয় হলে, অন্যরকম ভাবনা-চিন্তা করবে দল।" তবে দলের হেড কোচ থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। সহকারী হিসেবে থাকবেন লান্স ক্লুসনার ও অ্যাডাম ভোগেস। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
২০১৮-২০২২ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন জাহির খান। প্রথমে ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন। পরে গ্লোবাল ডেভেলপমেন্টের হেড ছিলেন। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ার ডেভিলস টিমের সঙ্গেও যুক্ত ছিলেন জাহির। তাই আইপিএল টিমের দায়িত্ব তাঁর কাছে নতুন নয়। জাহির তাঁর নতুন দল লখনউকে নিয়ে জানিয়েছেন, "মাত্র কয়েকবছরে দুবার প্লে-অফে ওঠা সত্যি দারুণ। এবার টিমকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চাই। আগামী মরশুম অন্যরকম হবে।"