ইডেন গার্ডেন্সের (Eden Gardens) শব্দব্রহ্ম। মাথায় ২০৮ রানের টার্গেট। এখানেই শেষ হয়ে গিয়েছিল ম্যাচ। অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) ৫৮ বলে ৭৯ রানের ইনিংস মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। আরসিবির (RCB) বিরুদ্ধে ১৪ রানে হেরে আইপিএল থেকে ছিটকে গেল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন বৃষ্টির জন্য ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়। তাই টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক কে এল রাহুল। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে ২০৭ রান করে আরসিবি। ইডেন গার্ডেন্সে মাত্র ৫৪ বলে ১১২ রান করেন রজত পাতিদার। ২৩ বলে ৩৭ করেন অপরাজিত থাকেন দীনেশ কার্তিক।
আরও পড়ুন: মহারাজের মাঠে আজ এক রাজার লড়াই, কলকাতা তাকিয়ে বিরাট ব্যাটে
রান তাড়া করতে নেমে খুব ভালো শুরু করতে পারেনি লখনউ। ১৮ ওভার ৪ বলে আউট হয়ে ফেরেন অধিনায়ক রাহুল। গত ম্যাচে ভাল ফর্মে থাকলও তাড়াতাড়ি আউট হয়ে ফেরেন কুইন্টন ডি-কক। কিন্তু ক্রিজে টিকে যান কেএল রাহুল। দীপক হুডা করেন ২৬ বলে ৪৫ রান। কিন্তু ডি সিলভার বলে আউট হতেই পরপর ভেঙে পড়ে লখনউর ব্যাটিং। ১৮ ওভার ৪ বলে আউট হয়ে ফেরেন অধিনায়ক রাহুল। এরপরের বলেই ফেরেন ক্রুনাল পান্ডিয়া। শেষ ওভারে বাকি ছিল ২৪ রান। হেরে যায় লখনউ সুপার জায়ান্টস।