একটা জয় বদলে দিয়েছে দলের শরীরী ভাষাকে। এই মরশুমে আইপিএলে অভিষেক হয়েছে লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giants) । প্রথম ম্য়াচে গুজরাতের বিরুদ্ধে অল্পের জন্য জয় পাননি কে এল রাহুলে (K L Rahul) দল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে ঘুরে দাঁড়িয়েছিলেন জায়েন্টরা। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে (Chennai Super King) হারিয়ে টুর্নামেন্টে নজর কেড়েছেন লখনউয়ের ক্রিকেটাররা। তাই হায়দরবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নামার আগে অন্য মেজাজে লখনউয়ের নবাবরা।
সোমবার আইপিএলে লখনউয়ের প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের (Ken Willamson) হায়দারাবাদ। রাহুলদের কাছে একটা সুখবর এবং একটা খারাপ খরব একসঙ্গে রয়েছে। সুখবর দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্য়ারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার (Jason Holder)। আর খারাপ খবর তিনদিন কোয়ারেনটাইনের জন্য সোমবারের ম্য়াচে তাঁকে পাবেন না গৌতম গম্ভীররা। তবে নতুন দলের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন হোল্ডার।
আরও পড়ুন : পন্থ আউট হতেই ডুবল দিল্লি, লকি-শামির পেসে ১৪ রানে জয় গুজরাটের
এইটুকু বাদ দিলে বাকি দল নেটে ঘাম ঝড়াচ্ছে। গত ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন অজি স্পিডস্টার অ্যান্ড্রু তায়। আর হায়দরাবাদ ম্যাচের আগে গোটা দলকে এক সুতোতে বাঁধার কাজ করছেন দলের মেন্টর গৌতম গম্ভীর এবং কোচ অ্য়ান্ডি ফ্লাওয়ার।