শনিবার দ্বিতীয় ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে গতবছর প্রথমবার খেলতে এসে প্লে-অফে উঠেছিল লখনউ। তাই প্রথম ম্যাচ সহজ ভাবে নিতে চায় না দিল্লি ক্যাপিটালস।
এবার দিল্লি টিমে নেই ঋষভ পন্থ। নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। লখনউয়ের একেনা স্টেডিয়ামে প্রথমবার আইপিএল আয়োজন হবে। লখনউয়ের অধিনায়ক কে এল রাহুলের আশা, গতবারের মতো এবারও ভাল পারফরম্যান্স করতে পারবে টিম। প্রথম ম্যাচে কুইন্টন ডি কক-কে পাবে না লখনউ। দিল্লি টিমে ঋষভ পন্থের পরিবর্তে কিপিং করবেন সরফরাজ খান।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এর আগে কোনও ম্যাচ হারেনি লখনউ সুপার জায়েন্টস। এবারও সেই পরিসংখ্যান বজায় রাখতে চায় রাহুল ব্রিগেড।