আইপিএলে (IPL 2022) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বাস ভাঙচুর করল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। শিবসেনার পরিবহণ সংগঠন মহারাষ্ট্র বাহাতুক সেনা এই হামলা করেছে বলে অভিযোগ। আইপিএলে ক্রিকেটারদের যাতায়াত সংক্রান্ত চুক্তি স্থানীয় বাস সার্ভিসের সঙ্গে না করাতেই এই হামলা বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে এফআইআর করা হয়েছে। মার্চ মাসের শেষ সপ্তাহে মহারাষ্ট্রে শুরু হচ্ছে আইপিএল। এবার মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতেই আইপিএলের সব ম্যাচের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: টিম হোটেলে রাজস্থান রয়্যালস ক্রিকেটারদের অভ্যর্থনা জানাল ২ জনপ্রিয় কার্টুন চরিত্র!
মহারাষ্ট্রে ১০টি টিমের ক্রিকেটাররা স্টেডিয়াম থেকে টিম হোটেলে বাসের মাধ্যমেই যাতায়াত করবেন। মুম্বই থেকে পুনে যাওয়ার ক্ষেত্রেও টিম বাসেই যাবেন ক্রিকেটাররা।