আইসিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন জয় শাহ। বিসিসিআইয়ের সচিব পদ শূন্য হয়ে যাবে। বোর্ডের সচিব কে হবেন! তা নিয়ে জল্পনা তুঙ্গে। ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বসছে বোর্ডের ৯৩তম বার্ষিক সভা। সেই বার্ষিক সভাতেই ঠিক হয়ে যাবে, বোর্ডের সচিবের পদে জয় শাহের উত্তরসূরি কে!
জানা গিয়েছে, বার্ষিক সভাতে এবার ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমি সেন্টারের 'স্টেট অফ দ্য আর্ট'-এর উদ্বোধন হবে। বোর্ডের সব সদস্য এই বার্ষিক সভাতে থাকবেন। ২ দশক আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করে বিসিসিআই। তখন থেকে একমাত্র বেঙ্গালুরুর চিন্নাস্বামীতেই এই অ্যাকাডেমির কাজ কর্ম চলত। কোনও প্লেয়ার চোট পেলে, এই অ্য়াকাডেমিতে রিহ্যাবে থেকেই চলত ট্রেনিং। এবার এই NCA-র পরিকাঠামো অন্য অ্যাথলিটরাও ব্যবহার করতে পারবেন। এমনই ভাবনা বিসিসিআইয়ের।
১ ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন বর্তমান বোর্ড সচিব জয় শাহ। এই সভাতে তাই থাকবেন জয় শাহ নিজেও। বোর্ডের বার্ষিক সভায় জয় শাহের উত্তরসূরি হিসেবে কাউকে বেছে নেবে বোর্ড। তবে এছাড়াও বোর্ডের বার্ষিক সভায় ১৮টি অ্য়াজেন্ডা নিয়ে আলোচনা করবেন বোর্ডের সদস্যরা। বোর্ড প্রেসিডেন্ট রজার বিনিও কিছু জিনিস নিয়ে আলোচনা করতে পারেন। আইসিসি-র কাছে বোর্ডের কী কী দাবি, তা নিয়েও আলোচনা হতে পারে এই সভায়। তবে নিয়ম অনুযায়ী বোর্ড সভাপতি পদে আর এক বছরই মেয়াদ রজার বিনির। বর্তমানে তাঁর হয় ৬৯। আগামী বছর নতুন প্রেসিডেন্টও পেতে পারে বিসিসিআই।