মেয়েদের আইপিএলের নিলামে চমক। নিলাম পরিচালনার দায়িত্বে থাকছেন এক মহিলা। জানা গিয়েছে তাঁর নাম মল্লিকা সাগর। এবার তিনিই গোটা নিলাম পরিচালনা করবেন। বোর্ড কেন মল্লিকা সাগরকে বেছে নিয়েছে! কে এই মহিলা।
জানা গিয়েছে, মুম্বইয়ে মর্ডান অ্য়ান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট সংগঠনের কালেক্টর কনসালট্যান্ট মল্লিকা। আর্ট ইন্ডিয়া কনসালট্যান্ট ফার্মে চাকরিও করেন তিনি। এর আগে ছবির নিলাম করার অভিজ্ঞতা আছে তাঁর। প্রথম তিনি কোনও খেলার নিলাম পরিচালনা করবেন। মল্লিকা প্রথম কোনও ভারতীয়, যিনি আইপিএলে প্রথম থেকে নিলাম পরিচালনা করবেন।
ছেলেদের আইপিএলে নিলামের দায়িত্বে ছিলেন রিচার্ড মেডলি, হিউ এডমিডেস ও চারু শর্মা। এডমিডেস মাঝে অসুস্থ হয়ে পড়ায়, দায়িত্ব সামলান চারু শর্মা। সোমবার মুম্বইয়ের জিয়ো কনভেশন সেন্টারে এই নিলাম হবে। মোট ৪০৯ জন ক্রিকেটার এবার নিলামে অংশ নেবেন। তার মধ্যে ২৪৬ জন ভারতীয় ক্রিকেটার। ১৬৩ জন বিদেশি। সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ২৪ জন ক্রিকেটার সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় আছেন।