বয়স তাঁর ৩৯ । কিন্তু, ব্যাটে ঝড় তুললেন তরুণ তুর্কিদের মতোই । দীর্ঘ ১৯ মাস পর সেঞ্চুরি হাঁকালেন মনোজ তিওয়ারি । রঞ্জিতে অসমের বিরুদ্ধে অনুষ্টুপের পর বাংলার হাল ধরলেন মনোজই । প্রথম দিনের শেষে ৬৮ রানে অপরাজিত ছিলেন মনোজ । দ্বিতীয় দিন তাঁর শতরানের দিকেই তাকিয়ে ছিল বাংলা । অবশেষে সেই কাঙ্খিত স্কোর এল তাঁর ব্যাটে । শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটে মনোজ তিওয়ারি ৩০তম শতরান করলেন ।
২৬৩ বলে ১০০ করেন মনোজ। ৯টি চার মারেন এই ক্রিকেটার । কিন্তু সেঞ্চুরি করার পরের বলেই ড্রেসিংরুমে ফেরেন মনোজ । আকাশ সেনগুপ্তের বলে আউট হন বাংলার অধিনায়ক । জানা গিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটে শেষ শতরানটি এসেছিল ২০২২ সালের জুন মাসে । আবার এল ২০২৪-এ ।
মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত বাংলার স্কোর হয়েছে ৭ উইকেটে ৩৭৩ । ক্রিজে রয়েছেন করণ লাল এবং সূরজ সিন্ধু জয়সওয়াল। প্রথম ইনিংসে বাংলা শেষ অবধি কত রান তোলে সেটাই দেখার।