আইপিএলে লিগের শেষ ম্যাচ খেলা হল না কেকেআরের। বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। রাজস্থান এক পয়েন্ট পাওয়ায় দুইয়ে শেষ করল সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে তিন নম্বরে শেষ করল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার মুখোমুখি প্যাট কামিন্সরাই। বুধবার রাজস্থানের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে রাজস্থান ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রবিবার ম্যাচের আগেই বৃষ্টি শুরু হয়। নির্ধারিত সময় টস হয়নি। রাত ১০টা ০৭ মিনিটে বৃষ্টি থামে। রাত ১০.২৫ মিনিটে মাঠ পরিদর্শন করা হয়। টসে জিতে কেকেআর বল করার সিদ্ধান্ত নেয়। আম্পায়াররা সাত ওভারের ম্যাচের ঘোষণা করেন। কিন্তু খেলা শুরুর আগে ফের বৃষ্টি শুরু হয়। ১০টা ৫৬ মিনিটের আগে খেলা শুরু করা যায়নি। এরপরই বাতিল ঘোষণা করা হয় ম্যাচ।