Ranji Trophy 2024 : রঞ্জি ট্রফিতে চাপে বাংলা, ম্যাচের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে উত্তরপ্রদেশ

Updated : Oct 12, 2024 20:19
|
Editorji News Desk

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই বিধ্বস্ত বাংলা। লখনউয়ের একানা স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলা। কিন্তু দ্বিতীয় দিনের শেষে মাত্র ১১৩ রানে এগিয়ে রয়েছেন অনুষ্টুপ মজুমদারেরা। যদি খুব বড় কোনও মিরাকেল না হয়, তাহলে মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাকে। 

শুক্রবার একানাতে ৭ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলেছিল বাংলা। অপরাজিত ছিলেন শাহবাজ। দ্বিতীয় দিন তিনি মাঠে নামলেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি। ঋত্বিক চট্টোপাধ্যায়ের ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। 

শনিবারের ম্যাচে সুরজ সিন্ধু জয়সওয়াল করেন ১৫ রান। আর মহম্মদ কাইফ করেন মাত্র ৭ রান। সকলের মিলিত চেষ্টায় ৩০০ রানের গন্ডি পেরিয়েছে বাংলা। দিনের শেষে ১ রান করে অপরাজিত ছিলেন মুকেশ কুমার।  

জবাবে ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। দলের দুই ওপেনারই দুর্দান্ত পারফর্ম করেন। অধিনায়ক আরিয়ান জুয়ালের ব্যাট থেকে আসে ৯০ রান। অপরাজিত রয়েছেন তিনি। ওপেনার স্বস্তিকের ব্যাট থেকে এসেছে ৪১ রান। 

মাত্র ২ রান করেছেন তৃতীয় ব্যাটার প্রিয়ম। এরপর মাঠে নামেন সিদ্ধার্থ যাদব। অধিনায়ক আরিয়ানের সঙ্গে ২০ রান করেছেন সিদ্ধার্থ যাদব। তিনিও অপরাজিত রয়েছেন। ৩২ রান করেছেন কলকাতার প্রাক্তন অধিনায়ক নিতীশ রানা। সব মিলিয়ে বেশ কিছুটা ভাল জায়গায় রয়েছে উত্তরপ্রদেশ। এখন বাংলার বোলাদের লক্ষ্য প্রতিপক্ষকে আউট করে ম্যাচে ফেরার।

Ranji Trophy

Recommended For You

editorji | খেলা

ISL Derby 2025 : গুয়াহাটিতেই সিলমোহর, ISL-এর ফিরতি ডার্বি বানালির ডেরায়

editorji | খেলা

BGT 2025 : প্রাপ্তি একটা নীতীশ, দুঃস্বপ্নে বিরাট-রোহিতদের ডাউন আন্ডার

editorji | খেলা

India vs Australia: ভারতের ব্যাটিং নিয়ে খুশি নন সৌরভ, বিরাট-গম্ভীরকে নিয়ে কী বললেন!

editorji | খেলা

India vs Australia: ১৮৫ রানে শেষ ভারতের ইনিংস, 'বডিলাইন' অ্যাটাকে বিধ্বস্ত পন্থ, রান পেলেন না বিরাটও

editorji | খেলা

Mohun Bagan Super Giant : বছর শুরু শীর্ষে থেকেই, ১১ জানুয়ারি ডার্বি কোথায় ?