জল্পনাই সত্যি হল। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেলেন 'রাজধানী এক্সপ্রেস' মায়াঙ্ক যাদব। গত মরশুমে আইপিএলে লখনউ সুপার জায়েন্টের হয়ে মাঠে নেমে ২২ গজে ঝড় তুলেছিলেন তিনি। বল করেছিলেন ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে। সেই বোলারকে এবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হল।
৬ অক্টোবর থেকে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সূর্য কুমার যাদবের নেতৃত্বে এই দলে বহুদিন পর ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীকে। এছাড়াও এই দলের নাইটদের বাকি দুই তারকা রিঙ্কু সিং এবং হর্ষিত রানা।
দল নির্বাচনে টেস্ট খেলা কোনও ক্রিকেটারকে নেওয়া হয়নি। কারণ, ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে টেস্ট খেলতে হবে রোহিত শর্মাদের। তবে, এই দলে মায়াঙ্কের জায়গা পাওয়াকে উল্লেখযোগ্য বলে দাবি করছেন প্রাক্তনরা। আইপিএল খেলার সময়ে চোট পেয়েছিলেন এই তরুণ পেসার। সম্প্রতি ফিট হয়েছেন।