দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে হার পাকিস্তানের। রবিবার ক্রিকেটের এই মহারণে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বড় পার্টনারশিপও এসেছিল। কিন্তু সেই রান তাড়া করে সহজ জয় ভারতের। এই হারের পর সোশ্যাল মিডিয়ায় মিমসের বন্য়া। ইসলামাবাদে পাকিস্তানের এই হার দেখার পর একেবারেই খুশি নন পাক ক্রিকেটপ্রেমীরা।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ওপেনাররা ব্যর্থ হন। ভারতকে ব্রেক দেন হার্দিক পান্ডিয়া। বড় পার্টনারশিপ করেন সাউদ সাকিল ও মহম্মদ রিজওয়ান। সেই পার্টনারশিপ ভাঙেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেলের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক রিজওয়ান। তিন উইকেট পান কুলদীপ যাদব। দুই উইকেট পান হার্দিক পান্ডিয়া। রান তাড়া করতে নেমে শুভমান গিল ও রোহিত শর্মা তাড়াতাড়ি ফেরেন। শ্রেয়স আইয়ার ও বিরাটের ব্যাটে ভর করে সহজেই রান তাড়া করে ফেলে ভারত। ৫১তম ওয়ানডে সেঞ্চুরি আসে বিরাটের ব্য়াটে।
রবিবার ভারতের জয়ের পরই সেলিব্রেশনে মেতে ওঠে কলকাতা থেকে মুম্বই। কাশ্মীর থেকে কন্য়াকুমারী জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়ে। আর দেশের গণ্ডি পেরিয়ে ভারতের এই জয়ের সেলিব্রেশন ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়াতেও। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে ব্যাপক ট্রোল হয় পাকিস্তান।
ম্য়াচের পর প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্য়কার সঞ্জয় মঞ্জরেকর এক্স প্ল্য়াটফর্মে পোস্ট করেন, গত কয়েকবছরে ভারত-পাকিস্তান ম্য়াচ দেখে তাঁর মনে হয়েছে টিম ইন্ডিয়া সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করেছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটের অবনতিই হয়েছে। এক্স প্ল্য়াটফর্মে পোস্ট করেছে ইরফান পাঠানও। তিনিও লেখেন, ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। ফিটনেস, স্কিল, চাপ নেওয়ার ক্ষমতা অনেক বেশি।