ভারতের বিরুদ্ধে জানুয়ারিতে টেস্ট খেলতে আসবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এখন থেকেই মাইন্ডগেম খেলতে শুরু করলেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
মঙ্গলবারই ভারতের বিরুদ্ধে ১৬ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য ৪ স্পিনার নিয়ে ভারত সফরে আসবে টিম ইংল্যান্ড। এরই মধ্যে মাইকেল ভন দাবি করেছেন, "ভারত এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল। ঘরের মাঠে ওরা অপ্রতিরোধ্য। এমন একটি দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিতে তৈরি আমাদের ক্রিকেটাররা। আমাদের ক্রিকেটাররা আশা করি বাজবল ব্র্যান্ড থেকে সরে বিপক্ষের বোলারদের সামলাবে।"
ভনের দাবি, গত অ্যাসেজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও কামব্যাক করেছিল ইংল্যান্ড। তাই ভারত সফরে ইংল্যান্ডের থেকে ভাল পারফরম্যান্স আশা করতে পারেন, বলে দাবি ভনের।