মিচেল জনসন ও ডেভিড ওয়ার্নারের ঝামেলা নিয়ে বিশ্বক্রিকেট উত্তপ্ত। পাকিস্তানের বিরুদ্ধে বিদায়ি টেস্ট খেলতে চেয়েছিলেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই অনুমতিও দিয়েছে। এতেই চটেছেন মিচেল জনসন। জনসনের সঙ্গে ওয়ার্নারের এই লড়াইয়ে উঠে এসেছে বিরাট কোহলির একটি পুরনো মন্তব্য। ২০১৪ সালে বিরাট একটি সাংবাদিক বৈঠকে জনসনকে কটাক্ষ করেছিলেন। সেই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
২০১৪ সালে ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ৪ ম্যাচের টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। সেই সময় একটি সাংবাদিক বৈঠকে বিরাট জনসনকে নিয়ে জানান, তিনি এমন কাউকে সম্মান দেন না, যে তাঁকে সম্মান করেন না।
মিচেল জনসনের সঙ্গে মাঠে বিরাট কোহলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ওই টেস্ট। বিরাট সাংবাদিক বৈঠকে এসে বলেন, "ওরা আমাকে বখে যাওয়া ছেলে বলেছিল। হয়তো এরকমই আমি। তোমরা আমাকে ঘৃণা করো, এটা আমি পছন্দ করি। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পছন্দ করি। ওদের সঙ্গে মাথা ঠান্ডা রাখা সত্যিই কঠিন।"