ডেভিড ওয়ার্নারের বিদায়ি টেস্ট নিয়ে কটাক্ষ মিচেল জনসনের। অভিযোগ তুলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলির বিরুদ্ধেও। এই বিতর্কে এবার পাকিস্তান টেস্টের ধারাভাষ্য থেকে বাদ পড়ল মিচেলের নাম। এতদিন পর বিতর্ক নিয়ে মুখ খুলেছেন, ডেভিড ওয়ার্নারও। ওয়ার্নার জনসনকে নিয়ে কিছু না বললেও তিনি জানান, তিনি পরিবারের থেকে এমন শিক্ষা পাননি। কঠিন পরিশ্রমই একমাত্র এগিয়ে চলার পথ। জানিয়েছেন ওয়ার্নার।
এর আগে জানা গিয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্টে তিনি ধারাভাষ্য করবেন। মার্ভ হিউজেস, মার্ক টেলরের সঙ্গে থাকবেন জনসন। সম্প্রতি ব্রডকাস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তালিকায় থাকছেন দুই অস্ট্রেলিয়ান লেজেন্ড থাকবেন। সঙ্গে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম।
মিচেল জনসন ওয়ার্নারের ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, গত কয়েকবছরে বল বিকৃত করেছেন ওয়ার্নার। যা ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অসম্মানের। তাঁর মতো তারকাকে কেন বিদায়ি টেস্ট খেলার সুযোগ দেওয়া হবে। তা নিয়ে কটাক্ষ করেন জনসন।