ঘরের মাঠে বিদায়ি সিরিজ খেলতে চেয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর দাবি মেনে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দলেও আছেন তিনি। এরপরই তাঁকে কটাক্ষ করলেন এক সময়ের সতীর্থ মিচেল জনসন। দলের নির্বাচন জর্জ বেইলিকেও কটাক্ষ করেছেন তিনি।
ওয়ার্নারের ফর্ম নিয়ে উদাহরণ দিয়েছেন জনসন। জানান, শেষ ৩৬টি টেস্টে ইনিংসে গড় ২৬। এরপরেও তাঁকে কেন খেলানো হবে। জনসনের দাবি, এর কোনও মানে নেই। বেইলির এটা বোঝা উচিত। ব্যক্তিগত সম্পর্ক না দেখে, ফর্ম দেখে দল গড়া উচিত ছিল।
শুধু তাই নয়, ২০১৮ সালের স্যান্ডপেপার গেটও টেনে এনেছেন জনসন। তিনি জানিয়েছেন, গত ৫ বছরে ওয়ার্নার বল বিকৃত করেছেন। অস্ট্রেলিয়ার সম্মানহানি করেছে। আর সেই ক্রিকেটারকে সম্মান দেওয়া হচ্ছে। এটা হাস্যকর বলে দাবি করেন মিচেল জনসন।