আইপিএল নিলামে সর্বাধিক দাম পেয়েছিলেন। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক কি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফর্মে ফিরতে পারবেন। বুধবার নামবেন নাইটরা। তাঁর আগে স্টার্ককে নিয়ে মুখ খুললেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ।
দুই ম্যাচে ৮ ওভারে ১০০ রান খরচ করেছেন আইপিএলের সবথেকে দামি পেসার। সাংবাদিক বৈঠকে কেকেআরের বোলিং কোচ ভরত অরুণকে স্টার্কের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়। তিনি জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা বোলার স্টার্ক। প্রথম দুই ম্যাচে ভাল বল করতে পারেননি। কিন্তু তাড়াতাড়ি ফর্মে ফিরবেন বলে আশাবাদী তিনি। তাঁর মতে, স্টার্কের বিধ্বংসী ফর্মে ফেরা শুধু সময়ের অপেক্ষা।
প্রথম দুই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও আরসিবি-কে হারিয়েছে কেকেআর। দলের প্রত্যেকেই ভাল ফর্মে আছেন। ভরত অরুণ জানান, এই ধারাবাহিকতা বজায় রেখে দিল্লি ম্যাচে নামবে কলকাতা।