পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপরই শোয়েব আখতারকে খোঁচা মহম্মদ শামির। যদিও পাল্টা টুইট করে শামিকে এক হাত নিয়েছেন আখতারও।
রবিবার পাকিস্তান হেরে যাওয়ার পর টুইট করেন আখতার। তিনি জানান, তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। সেই টুইটের জবাবেই পাল্টা কমেন্ট করেন শামি। তিনি লেখেন, "দুঃখিত ভাই। কিন্তু এটা কর্মফল।" এরপরই শামির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পাক ক্রিকেটার ও সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যান শামি।
আরও পড়ুন: ইডেনের অভিশপ্ত রাত, লর্ডস ও মেলবোর্নে বিশ্বকাপ জিতে উশুল করলেন বেন স্টোকস
ঘটনার সূত্রপাত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আহমেদের একটি টুইট থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ১০ উইকেটে হারে। এরপরই পাক প্রধানমন্ত্রী টুইট করেন। তিনি লেখেন, ভারতকে যে দল হারিয়েছে, তারাই বিশ্বকাপ ফাইনাল খেলবে। শামি এদিন বোধ হয় পাকিস্তানের হারের পর তারই পাল্টা টুইট করেন। শামির এই টুইটের পর চুপ থাকেননি আখতারও। হর্ষ ভোগলের টুইটকে হাতিয়ার করেও শামিকে একহাত নেন আখতার।